| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি কারো কাম্য নয়: ইসলামী আন্দোলন


বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি কারো কাম্য নয়: ইসলামী আন্দোলন


রহমত নিউজ     03 December, 2022     11:50 AM    


বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি কারো কাম্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। শনিবার (০৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সভা-সমাবেশ করা মানুষের নাগরিক অধিকার। কিন্তু বিরোধী দলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি কারো কাম্য নয়। গণপরিবহন বন্ধের ফলে সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। অনেক রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়। অনেককে অফিস করতে হয়। অনেককে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়। নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্ত সরকার নাগরিক অধিকার খর্ব করে জনগণকে কষ্ট দেয়া সরকারের কাজ হতে পারে না।

তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সকলকে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করা উচিত। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে না পারলে দেশ ক্রমেই ভয়াবহতার দিকে ধাবিত হবে। যা কারো কাম্য নয়। তিনি বলেন, যে রাজনীতি মানুষের অকল্যাণ বয়ে আনে, সে রাজনীতি কেউ করতে পারে না। তিনি রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।